You Are Here: Home » featured » ঘোষিত নির্বাচনের সিডিউল ইসলামী আন্দোলনের প্রত্যাখ্যান: বিরোধী দলবিহীন ঘোষিত নির্বাচনের সিডিউল সমঝোতার সকল পথ রুদ্ধ করল -পীর সাহেব চরমোনাই

ঘোষিত নির্বাচনের সিডিউল ইসলামী আন্দোলনের প্রত্যাখ্যান: বিরোধী দলবিহীন ঘোষিত নির্বাচনের সিডিউল সমঝোতার সকল পথ রুদ্ধ করল -পীর সাহেব চরমোনাই

ঘোষিত নির্বাচনের সিডিউল ইসলামী আন্দোলনের প্রত্যাখ্যান: বিরোধী দলবিহীন ঘোষিত নির্বাচনের সিডিউল সমঝোতার সকল পথ রুদ্ধ করল  -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই একতরফা নির্বাচনের সিডিউল ঘোষণা করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিরোধী দলবিহীন নির্বাচনের সিডিউল ঘোষণার মাধ্যমে সমঝোতার সকল পথ রুদ্ধ হয়ে গেলো।
আজ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় পীর সাহেব চরমোনাই আরও বলেন, একতরফা নির্বাচনের সিডিউল ঘোষণা দেশে সংঘাত বাড়বে এবং সঙ্কট আরো তীব্র হবে। ফলে দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে। পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখান করছে।
পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভবনা নেই। ঘোষিত সিডিউলে নির্বাচন হলে তা হবে তামাশার নির্বাচন। মহাজোট সরকার যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিডিউল ঘোষণা করেছে, তাতে দেশ সাংবিধানিকভাবে এক মহাসঙ্কটে নিপতিত হলো। সব দলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া ঘোষিত জাতীয় নির্বাচনের সিডিউল সরকারের জন্য বুমেরাং হতে বাধ্য। তিনি প্রহসনের নির্বাচনের ঘোষিত সিডিউল বাতিল করে অবিলম্বে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Comments

comments

About The Author

Leave a Comment

কপিরাইট © ইসলামী আন্দোলন বাংলাদেশ ২০১১ সকল স্বত্ব সংরক্ষিত

Scroll to top