You Are Here: Home » featured » নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী পরিবারের মাঝে শায়খে চরমোনাই

নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী পরিবারের মাঝে শায়খে চরমোনাই

নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী পরিবারের মাঝে শায়খে চরমোনাই
গত ৫আগস্ট নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরতা ইউনিয়ন ছদর মাওলানা মাহফুজুর রহমান ও ইসলামী যুব আন্দোলন সিরতা ইউনিয়ন সভাপতি হাফেজ জহিরুল ইসলামসহ ১৮ জন শহীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ মোমেনশাহী সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
এসময় তার সাথে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কৃষি-শ্রমবিষয়ক সম্পাদক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় ভারপ্রাপ্ত ছদর মাওলানা রেজাউল করীম, জেলা ছদর মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা (উত্তর) সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, জেলা (দক্ষিণ) সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াকুব, সদর উপজেলা সভাপতি ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী অধ্যাপক ডাঃ নাছির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, জেলা উত্তর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমাদ আমিনী প্রমুখ।
শায়খে চরমোনাই মরহুমদের কবর জিয়ারত, তাদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন।
সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবু সাঈদ শায়খে চরমোনাইর আগমনে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

Comments

comments

About The Author

Number of Entries : 1