৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

কবি মহিউদ্দিন আকবর-এর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক ও দোয়া

  • হোম
  • বিবৃতি
  • কবি মহিউদ্দিন আকবর-এর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক ও দোয়া

বিশিষ্ট কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক ছিলেন। তিনি তাঁর লেখার মাধ্যমে দেশ, ইসলাম ও মানবতার জন্য কাজ করেছেন। তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে নাস্তিক-মুরতাদদের হৃদকম্পন সৃষ্টি হতো। দীন বিজয়ের তামান্না লালন করতে মনেপ্রাণে। তাঁর ইন্তেকালে আমরা একজন বরেণ্য কবি, ছড়াকারকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

মহান রব্বুল আলামিন মরহুমের সকল নেকাকাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরক্তসহ সকলকে সবর করার তওফিক দিন, আমীন।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি, যৌথ বিবৃতি, শোকবার্তা

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন