৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে চরম বিপাকে ফেলবে

  • হোম
  • বিবৃতি
  • গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে চরম বিপাকে ফেলবে

জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ ২০ জানুয়ারি ২০২২ এক বিবৃতিতে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, দীর্ঘদিন করোনার ফলে মানুষ সাধারণভাবে জীবন যাপন করাই কঠিন হয়ে পড়েছে। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সবকিছুর দাম বেড়ে জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলে দেবে। তিনি বলেন, কতিপয় ব্যবসায়ীর সুবিধার জন্য জনগণের কাঁধে এই বোঝা চাপিয়ে দেওয়ার কোন মানে হয় না।

মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, দেশের প্রতিটি সেক্টর দুর্নীতি এবং লুটপাটে জর্জরিত। এমতাবস্থায় দুর্নীতি বন্ধ না করে গ্যাসের মূল্য বৃদ্ধি; তাও আবার তিনগুণ করার প্রস্তাব দেশকে অশান্ত করে তুলবে। বর্তমানে বাংলাদেশের এমন কোনও ক্ষেত্র নেই; যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। বাংলাদেশে দুর্নীতি মহামারির মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। কাজেই দুর্নীতি এবং লুটপাট বন্ধ করা গেলে, গ্যাসের দাম বাড়ানোর কোন প্রয়োজন হবে না।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন