ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাপী অশান্তি, দুর্দশাগ্রস্ত জাতিকে সঠিক পথে পরিচালনা করতে হলে সর্বক্ষেত্রে নববী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।
আজ ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার পবিত্র সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মুফতী আব্দুল আহাদ, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।
৮টি বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতার মধ্যে ছিল কেরাত, হিফজুল হাদীস, নাতে রাসূল সা. ক ও খ গ্রুপ, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা পুরুষ ও মহিলা এবং সীরাতের ওপর প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। হিফজুল হাদীসের বিচারক ছিলেন শায়খুল হাদীস মুফতী হেমায়েতুল্লাহ, হাদীস বিশেষজ্ঞ মুফতী রেজাউল করীম আবরার, হাদীস বিশেষজ্ঞ মুফতী শামসুদ্দোহা আশরাফী, প্রবন্ধ বিচারক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা যায়নুল আবিদীন, জহির উদ্দিন বাবর, নূরুল করীম আকরাম, কেরাতের বিচারক আন্তর্জাতিক ক্বারী শায়খ নেছার উদ্দিন নাছিরী, আন্তর্জাতিক ক্বারী ইলয়াছ লাহুরী, আন্তর্জাতিক ক্বারী হাবিবুর রহমান, বক্তৃতার বিচারক ছিলেন, কেএম আতিকুর রহমান, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, শেখ ফজলুল করীম মারুফ, শরীফুল ইসলাম রিয়াদ, নাতে রাসূল সা.-এ বিচারক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহ ইফতেখার তারিক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কাওছার আহমদ সোহাইল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাসউদুল কাদির, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কেএম শরীয়তুল্লাহ। সার্বিক তত্ত্বাবধানে শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, জিয়াউল আশরাফ, সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ, ইমরান হোসাইন নূর ও ইউসুফ পিয়াস প্রমুখ।
‘একটি অনুপদ আদর্শ প্রতিষ্ঠার লক্ষে’ শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। এ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ৫ নভেম্বর শুক্রবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় সীরাত সম্মেলনে। সীরাত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এছাড়াও দেশের বরেণ্য পীর মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগির অংশগ্রহণে প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠে। এতে করে ৩টি মিলনায়তনে একযোগে প্রতিযোগিতা চললেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দীর্ঘায়িত করতে হয়েছে।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিশ্বব্যাপী অশান্তির দাবানলে জাতি ভস্মিভূত হচ্ছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। এহেন পরিস্থিতিতে রাসূলে আরাবী সা.-এর আদর্শ প্রতিষ্ঠা ছাড়া জাতির মুক্তি নেই। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে দেশকে রক্ষা করে ইনসাফপূর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরকে রাসুল সা.-এর আদর্শকে অনুসরণ করতে হবে জীবনের সকলক্ষেত্রে। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠা করতে হলে রাসূলুল্লাহ সা. আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।