চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জে আওয়ামী লীগের গুন্ডারা চেয়ারম্যান প্রার্থীদের ভয়ভীতি, হুমকি-ধমকির কারণে সিরাজগঞ্জ জেলার কাজীপুর, সদর থানা ও তাড়াইল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ মনোনয়ন ফরম কিনতে পারছেন না। ইউপি নির্বাচনে সরকার দলীয় দস্যুদের অসুস্থ প্রতিযোগিতার বলি হচ্ছে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থীরা।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের উপর সরকার দলীয় মাস্তান ও দস্যুরা নির্যাতনের পথ বেছে নিয়েছে। স্থানীয় প্রশাসন সরকার দলীয় দস্যুদের নিয়ন্ত্রণ না করে তাদেরকে বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ের সুযোগ করে দিচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ার উচ্চারণ করে বলেন, এ ধরণের দস্যুতা বন্ধ না হলে জনগণ সরকারের বিরুদ্ধে ঘুরে দাড়াতে বাধ্য হবে।