নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে তা দেখতে এই নির্বাচনে এসেছি
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান ২৭ এপ্রিল বৃহস্পতিবার, দুপুর ১ টায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ ফরিদুল ইসলাম-এর নিকট নির্বাচনী বাধ্যবাধকতা মেনে নেতাকর্মীদেরকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় প্রার্থীর সাথে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফায়েজুদ্দীন, মহানগরের প্রবীণ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মালেক ও দলের গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক মাওলানা আবু হানিফ সরকার।
মনোনয়নপত্র দাখিল পরবর্তী গণমাধ্যম প্রতিনিধিদেরকে দেয়া সাক্ষাৎকারে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট মুক্ত আদর্শ মডেল সিটি করপোরেশনে রূপান্তরের জন্য দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র নির্দেশে আমি আজকে মনোনয়নপত্র দাখিল করেছি।
তিনি বলেন, আমরা আশাকরি ক্ষমতাসীন সরকারের কোনরকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যার্থতার পরিচয় দেয়, তবে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।
গাজী আতাউর রহমান বলেন, এই নির্বাচনই বলে দিবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।