ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, অতীতের সরকারগুলোর ধারাবাহিকতায় বর্তমান সরকারও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠছে। জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়ার ইতিহাস সরকারের জন্য সুখকর হবে না। তিনি বলেন- বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চেয়ে ঢাকায় অবিস্থত বিশ্বের ১৫ দেশের দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেয়া প্রমাণ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কোন পর্যায়ে! এতে করে স্বাধীনতার ৫১ বছরের এসে এই ভূখণ্ডের ইতিহাস ও ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে সরকার। স্বাধীনতার ৫১ বছরে যারা দেশ শাসন করেছে তাদের খামখেয়ালীপনা ও দুর্নীতির কারণে বারবার বহির্বিশ্বে দেশের সুনাম প্রশ্নবিদ্ধ হচ্ছে; যা জাতি হিসেবে আমরা অপমাণিত ও লজ্জিত।
৬ ডিসেম্বর ২০২২ বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মাদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, জিএম রুহুল আমীন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।