ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর উপস্থিতিতে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় তিতাস গ্যাস লিকেজ থেকে সংগঠিত দূর্ঘটনায় হতাহতদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আহতদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
আজ ১৫ সেপ্টেম্বর’২০, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুমড, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।