৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

নারীধর্ষণ, নির্যাতন এবং দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে

নারীধর্ষণ, নির্যাতন এবং দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে
– পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, দেশব্যাপী নারীধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। আজ মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। সরকার মা বোনদের ইজ্জত আব্রুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে নারী নির্যাতন ও ধর্ষণ, অপরদিকে দুর্নীতি সমানতালে চলছে।

তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়। তিনি বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। তিনি সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। এদিকে কাঁচাবাজার, চাল, তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে মানুষ অনেক ভোগান্তিতে পড়েছে। এমতাবস্থায় সরকারকে বাজার নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য অপশক্তি-অপসংস্কৃতি প্রতিরোধ, আমীরের বিবৃতি, বিবৃতি, সমাজ সংস্কার ও অর্থনৈতিক মুক্তি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন