৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

রংপুরে নির্বাচনী গণসংযোগে পীর সাহেব চরমোনাই-এর অংশগ্রহণ

রংপুরে নির্বাচনী গণসংযোগে পীর সাহেব চরমোনাই-এর অংশগ্রহণ
রংপুরে নির্বাচনী গণসংযোগে পীর সাহেব চরমোনাই-এর অংশগ্রহণ

রংপুর সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী মোঃ আমিরুজ্জামান পিয়ালকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত নগর গড়ে তুলুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বিগত ৫২ বছরে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গড়ে তুলেছে আগামীতে তাদেরকে বর্জন করে সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে রাজনীতিতে একটি আদর্শিক পরিবর্তনের বিকল্প নেই। তিনি বলেন, মানুষ অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত এমনকি ভোটাধিকার থেকেও বঞ্চিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে মানুষের ভোটাধিকার হরণ করে সরকার দেশে একদলীয় অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। মানুষের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি-দু:শাসনমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণমুখি আন্দোলন গড়ে তুলতে দায়িত্বশীলদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এজন্য আমরা রংপুর সিটি নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতা নেতা মোঃ আমিরুজ্জামান পিয়ালকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। আশাকরি দুর্নীতিমুক্ত রংপুর সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলেই হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

২৩ ডিসেম্বর ২০২২ বিকেলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী জননেতা মোঃ আমিরুজ্জামান পিয়াল-এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদসহ জেলা, মহানগর ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ভোটারদের কাছে পীর সাহেব চরমোনাই গণসংযোগে নেমে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান।

– প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

অন্যান্য গণআন্দোলন, রাজনৈতিক কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন