রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মেয়রপ্রার্থী আমিরুজ্জামান পিয়ালয়ের নির্বাচনী পথসভায় দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন-এর নেতৃত্বে একটি টিম অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ করেন দলের কেন্দ্রীয় সহকারি প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, সাবেক মেয়র প্রার্থী আলহজ্ব এটি এম গোলাম মোস্তফা বাবু, রংপুর জেলা সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, রংপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়কারী লিয়াকত বিন সিদ্দিক প্রমুখ নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের কাছে আল্লাহভীরু মেয়র নির্বাচিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান মেয়রের বিকল্প নেই। গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের নগরী হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।