শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামীকাল ৩ জুন বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ৩০ জুন ২০২১ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। আগামীকাল ৩ জুন সারাদেশে একযোগে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ; শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।
আগামীকালের কর্মসূচি সফলের জন্য সংগঠনের প্রতিটি জেলা শাখার প্রতি আহ্বান জানিয়েছেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশের কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে হবে। ওরা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত। অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে হবে।