৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

২ জানুয়ারি জাতীয় সম্মেলন সফলের আহ্বান

২ জানুয়ারি জাতীয় সম্মেলন সফলের আহ্বান
২ জানুয়ারি জাতীয় সম্মেলন সফলের আহ্বান

লুটপাট ও দুর্নীতি বন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন সময়ের আনিবার্য দাবি

– ওয়ার্ড প্রতিনিধি সভায় অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ব্যাংক খাত ধ্বংসের মাধ্যমে দেশের অর্থনীতি স্থবির করে দেয়া হয়েছে। লুটপাট-দুর্নীতি করে যারা বিদেশে অর্থ পাচার করে বেগমপাড়া তৈরি করেছে, তাদেরকে জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিতে হবে। বিদেশে পাচারকৃত টাকা দেশে ফেরত আনলে দেশে কোন অভাব থাকবে না। তিনি বলেন, লুটপাট ও দুর্নীতি বন্ধে রাজনীতিতে গুণগত পরিবর্তন সময়ের আনিবার্য দাবি। এটা বুঝতে দেরি হলে জনগণকে চরম খেসারত দিতে হবে। তিনি বলেন, দ্বাদশ নির্বাচন নিয়েও সরকার ভোট ডাকাতির ফন্দি করছে। রাতের অন্ধকারে ভোট ডাকাতির করে ফের ক্ষমতায় আসার সুযোগ জনগণ রুখে দেবে। সরকার জনগণের সকল অধিকার হরণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির ফলে জনগণ দিশেহারা। মানুষের বাক-স্বাধীনতা বলতে নেই। মায়ের জানাজায় ডাণ্ডাবেড়ি-হাতকড়া পরে জানাজার ইমামতি করার ঘটনা ঘটিয়ে সরকার লজ্জাজনক অধ্যায়ের সূচনা করেছে।

২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার, সন্ধায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ২ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন সফলের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ওয়ার্ড প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম এবং কেএম শরীয়াতুল্লাহ। এছাড়াও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

[প্রেস বিজ্ঞপ্তি]

শেয়ার করুন

অন্যান্য রাজনৈতিক কর্মসূচি, গণআন্দোলন, জাতীয় সম্মেলন, জাতীয়-সম্মেলন-২০২৩

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন