এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্চিত করার ঘটনা উদ্বেগজনক
-মাওলানা গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৭ ডিসেম্বর, রবিবার বিকালে এক বিবৃতিতে বলেছেন,আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী। বিগত ফ্যাসিস্ট আমলে তার বিদ্রোহী ভূমিকা জাতিকে পথ দেখিয়েছে। জুলাইয়ের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনে তাঁর ভূমিকা ঈর্ষণীয়। এমন গুরুত্বপূর্ণ নেতা তার নির্বাচনী এলাকায় গিয়ে যে ধরণের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা জানাচ্ছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই ঘটনা আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট আশংকাকে আরো ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতৃবৃন্দের ওপরে হামলা করা হয় তাহলে আগামী নির্বাচন উৎসবমুখরর আশা ধুলিস্যাৎ হয়ে যাবে। এই হামলার সাথে স্থানীয় বিএনপির সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। জুলাইয়ের পরে এই ধরণের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনভাবেই গ্রহনযোগ্য না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের নেতাকর্মীদের সংযত করুন, পরমতসহিষ্ণু করে তুলুন। সামান্য সমালোচনায় যদি বিএনপি এই ধরণের সহিংস প্রতিক্রিয়া দেখায় তাহলে বিএনপির জন্য পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা নেয়ার আহবান জানাচ্ছি।