সাইবার নিরাপত্তা আইন মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়ার নামান্তর – ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকলে মনে যত ভয়। তাই সাইবার নিরাপত্তা আইন সংশোধন ও সংযোজন করা হয়েছে। যা ডিজিটাল নিরাপত্তার চেয়েও আরও ভয়ংকর ও বিপদজনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আসলে সবই বাকস্বাধীনতা কেড়ে নেয়ার নামান্তর।
গতকাল এক বিবৃতিতে মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার দেশি-বিদেশি চাপে আইওয়াস হিসেবে সাইবার নিরাপত্তা আইনটি করেছে। রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্য সরকার যা যা করার তাই করছে।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বর্তমানে দেশে মত প্রকাশের ওপর বাধা নিষেধ রয়েছে। ব্যক্তি স্বাধীনভাবে মত প্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগারে বা আয়নাঘরে। এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা ও অনিচ্ছার ওপর নির্ভর করছে। সুষ্ঠু নির্বাচনে নিজের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় আনার অধিকার ভোটাররা হারিয়েছেন। এভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না।