৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দেশ মহাসংকটে পড়বে, গণরোষ সৃষ্টি হবে – পীর সাহেব চরমোনাই

অনুলিপি

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই| গতকাল শনিবার এক বিবৃতিতে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দেশ মহাসংকটে পড়বে| উন্নয়নের চাকা স্হবির হয়ে পড়বে| সাধারণ মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলবে।

পির সাহেব চরমোনাই বলেন, এ অমানবিক সিদ্ধান্ত সরকারকে বাতিল করতেই হবে| অন্যথায় সারা দেশে গণরোষ সৃষ্টি হয়ে গণআন্দোলনে রূপ নিতে বাধ্য| তাই সাধারণ মানুষের কথা ভেবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন।

লিংক

শেয়ার করুন

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন