বরিশাল ব্যুরো
চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম বলেছেন, যে পীরেরা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন পছন্দ করেন না তারা নবীর খাটি উম্মত বলে দাবি করতে পারেন না। সংবিধানে সুদ, ঘুষ, বেপর্দা, পতিতাবৃত্তি ও মদসহ ইসলামবিরোধী অনেক কাজকে বৈধ করা হয়েছে ।
চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা-মাশায়েখ-বুদ্ধিজীবী সম্মেলনে সভাপতির বন্তবো চরমোনাই পীর একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধের কথা, বলে ক্ষমতায় এসে মদ প্রস্ততের লাইসেল দিরেছে। আমাদের আন্দোলনের কারণে এই লাইসেন্স স্থগিত করা হলেও বাতিল করা হয়নি।
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ফলাফল আনার সময় মায়ের ছবি দেয়ার আইন প্রসঙ্গে বলেন, এই আইন বেপর্দা করার জন্য করা হয়েছে। চরমোনাই পীর ওই আইনের ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, সরকার ও অনারা দেশ থেকে কি বিবাহ প্রথা উঠিয়ে দিতে চান? সরকারের
এসব অনৈসলামিক সিদ্ধান্ত ক্ষমতার অংশীদার ইসলামী দলগুলোর ওলামারা বাতিলের কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন? চরমোনাই পীর অপারেশন ক্লিন হার্টের উল্লেখ করে বলেন, এই অভিযানে প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজ রয়েছে। ওলামা-মাশায়েখ-বুদ্ধিজীবী সম্মেলনে আরও বক্তৃতা করেন মাওলানা নূরল হুদা ফয়েজী, এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন ইয়াহইয়া, সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ, মুফতি ফাইজুল করিম প্রমুখ।