ইসলামী আন্দোলন বরিশাল জেলা সাবেক সেক্রেটারী ও চরমোনাই কামিল মাদরাসা শিক্ষক অধ্যাপক মনিরুল ইসলামের ইন্তেকাল পীর সাহেব চরমোনাই’র শোক ও দোয়া
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল জেলার সাবেক সেক্রেটারী চরমোনাই কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম গতরাতে বরিশাল থেকে চরমোনাই মাদরাসা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল শহর, বরিশাল জেলার সভাপতিসহ কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ছিলেন। অত্যন্ত নিষ্ঠার সাথে ছাত্র আন্দোলনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। মনির হোসেন পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম -এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। মরহুমের ইন্তেকালে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ও দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
পীর সাহেব চরমোনাই বলেন, মুহাম্মদ মনিরুল ইসলাম অত্যন্ত দায়িত্ব সচেতন মানুষ ছিলেন। নম্র, ভদ্র, খোশ-মেজাজ ও খোশ আখলাকের ছিলেন। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলাবাসী একজন মেধাবী নেতাকে হারালো। চরমোনাই কামিল মাদরাসার স্বনামধন্য শিক্ষক ছিলেন। মহান রব্বুল আলামিন মনিরুল ইসলামের সকল নেককাজকে কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমীন। বাবা-মার একমাত্র পুত্রসন্তান মনিরুল ইসলামকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। মহান আল্লাহ তা’য়ালা বাবা-মাসহ আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, বন্ধু-বান্ধব সকলকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দিন।
উল্লেখ্য যে, আজ সকাল ১০টায় চরমোনাই মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পুরানা পল্টনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এদিকে অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম-এর ইন্তেকালে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে আজ বাদ আসর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। এসময় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান, সিনিয়র সহসভাপতি এবি এম জাকারিয়া, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুরসহ অনেক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।