ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমান করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই )।
তিনি বলেন, মুসলমানের প্রাণের স্পন্দন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারী ম্যাখোঁ কোনোভাবেই বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান হতে পারে না। কারণ তিনি নবী বিদ্বেষের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাননি। এমনকি অনুতপ্তও হয়নি। এমন একজন চরম ইসলাম ও নবী বিদ্বেষীকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপোক্ত করতে মেহমান বানানোর মানেই হলো নিজেদেরও ইসলামবিদ্বেষী হিসেবে পরিচয় দেওয়া।
সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, মুসলিম উম্মাহর হৃদয় যখন ক্ষত ও ব্যথিত তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে বাংলাদেশের মতো ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রীয় অতিথি করে মুসলমানের চিন্তা-চেতনার সাথে চরম তামাশা করেছে সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রাণের স্পন্দন হজরত মুহাম্মদ (সা.)-কে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে বিশ্বের দু’শত কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। এই ঘটনার জন্য মুসলিম উম্মাহর কাছে ম্যাখোঁ ক্ষমা প্রার্থনা করেনি।