৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ চাদাবাজ-সন্ত্রাসীদের দখলে চলে গেছে

  • হোম
  • বিবৃতি
  • ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ চাদাবাজ-সন্ত্রাসীদের দখলে চলে গেছে
শহীদ আসাদুজ্জামান তুহিনের জানাজার নামাজের ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ৮ আগস্ট গাজীপুরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আছাদুজ্জামান তুহিনের জানাজা নামাজের পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তুহিন ভাইকে যে নির্মমতায় হত্যা করা হয়েছে তাতে আমরা স্তম্ভিত। জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশেও এই রকম নৃশংসতা দেখতে হবে তা কল্পনাও করা যায় না। সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।
তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক খুন প্রমান করে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ চাদাবাজ সন্ত্রাসীদের কবলে চলে গেছে।
গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরে সারা দেশের সন্ত্রাসীরা আশ্রয় নিয়ে অপরাধ করে। তার দায়ভার গাজীপুরের জনতাকে বহন করতে হয়। এটা আর হতে দেয়া যায় না।
গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, গাজীপুরের পুলিশ প্রশাসনের ব্যর্থতা আজ প্রমানিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধী ও তাদের পেছনে থাকা রাজনৈতিক শক্তিকে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে গাজীপুরের পুরো প্রশাসনকে প্রত্যাহার করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্য এই মাত্রায় পৌছানোর পেছনে দেশের রাজনৈতিক সংস্কৃতির দায় রয়েছে। জুলাইয়ের পরে এই সংস্কৃতি শুদ্ধ হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস আরো বেড়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করতে না পারলে জুলাইয়ের রক্ত বৃথা যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালাতে হবে।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন