ইসলামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা বারের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আমানুল্লাহ সরকারের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইসহ আইনজীবী নেতৃবৃন্দের শোক
ময়মনসিংহ জেলা বার ইসলামী আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আমানুল্লাহ সরকার গতরাতে ময়মনসিংহ ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজা ময়মনসিংহ বার প্রাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সিনিয়র-সহ সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিয়ূর রহমান তাৎক্ষণিকভাবে এক শোকসভায় মিলিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পেশাজীবী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা বার আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আমানুল্লাহ সরকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, অ্যাডভোকেট মোঃ আমানুল্লাহ সরকার ইসলামী আইনজীবী পরিষদের দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। ইসলামী আইন প্রতিষ্ঠিত না থাকার যে কুফল এবং ইসলামী আইন প্রতিষ্ঠার সুফল অন্তরে লালন করতেন। তিনি ইন্তেকালের আগ পর্যন্ত ইসলামী আইনজীবী পরিষদের ময়মনসিংহ জেলা বারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহান রব্বুল আলামিন মরহুমের সকল নেককাজ কবুল করে মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজন, আত্মীয় স্বজন-বন্ধুবান্ধব, সহপাঠী সকলকে সবর করার তৌফিক দিন, আমীন।