৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

শায়খ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

  • হোম
  • বিবৃতি
  • শায়খ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে পীর সাহেব চরমোনাই এর শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বাংলাদেশে প্রাতিষ্ঠানিক তাসাউফ চর্চার কার্যক্রম বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পাকিস্তানের বিখ্যাত আধ্যাত্মিক শায়খ ও বুজুর্গ আল্লাহ জুলফিকার আহমদ নকশবন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং জান্নাতে তাঁর উচু মাকাম কামনা করেছেন।

আজ ১৪ ডিসেম্বর, রবিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বস্তুবাদ ও আত্মবাদের এই কালে আধ্যাত্মিকতা ও তাসাউফ চর্চায় তিনি আলোকবর্তিকা ছিলেন। জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয় তাকে করেছিলো সমকালীন দুনিয়ার অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক রাহবারে। তার আত্মিক বন্ধনের সিলসিলা বাংলাদেশেও বহু মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে। তার ইন্তেকালে মুসলিম দুনিয়া আরেকজন দরদী অভিভাবক হারালো।

পীর সাহেব চরমোনাই তার শোকহত পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

অন্যান্য বিবৃতি, শোকবার্তা

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন