৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে -ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

  • হোম
  • চলমান কর্মসূচি
  • বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে -ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আজ ১৪ আগস্ট, বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারের অংশ হিসেবে সারা বিশ্বেই স্বীকৃত। সভ্যতার এই উৎকর্ষতার কালে বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে হত্যার হুমকি দেয়া হবে তা মেনে নেয়া যায় না। সম্প্রতি মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ মাহতাব উৎস এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ সরোয়ার হোসেনকে যে হত্যার হুমকি দেয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ডক্টর আসিফ মাহতাব উৎস জুলাই আন্দোলনের মাঠের যোদ্ধা। ফ্যাসিবাদ তাকে গ্রেফতার করেছিলো। ডক্টর মোহাম্মাদ সরোয়ার দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতা রক্ষায় দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ট্রান্সজেন্ডার ও সমকামীতার বিরুদ্ধে তাদের একাডেমিক কাজ সকলের প্রশংসা কুড়িয়েছে। এখন মনে হচ্ছে সমাজ, নৈতিকতার পক্ষে তাদের অবস্থান এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। সেই অশুভ শক্তি ডক্টর সরোয়ার ও উৎসকে জ্ঞানগতভাবে মোকাবিলা করতে না পেরে সহিংস ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এটা কোনভাবেই সহ্য করা যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন, অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে আর কেউ এই ধরণের অপরাধ করার সাহস না পায়। একই সাথে দুই শিক্ষকের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন

অন্যান্য চলমান কর্মসূচি, বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন