৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

উপজেলা পর্যায়ে স্থানীয় আদালতের বিষয়টি আরো বিবেচনার বিষয় -গাজী আতাউর রহমান

স্থানীয় উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হলে অপরাধ প্রবণতা কমার পরিবর্তে মামলার সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বিষয়টি আরো ভেব দেখার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ ৩ জুলাই’২৫ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পূর্বে উপজেলা পর্যায়ে আদালত থাকলেও তা কেন বন্ধ হয়ে যায়, সে বিষয়টিও বিশ্লেষণ দরকার বলে মনে করেন তিনি।

এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়ার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে গাজী আতাউর রহমান বলেন আমরা এ বিষয়ে মোটামুটি একমত হয়েছি, তবে আগে যেভাবে রাজনৈতিক ভাবে কিংবা রাষ্ট্রপতির ব্যক্তিস্বার্থে তিনি কাউকে ক্ষমা করে দিতে পারতেন এটা না রেখে কমিশনের পাশাপাশি ভিকটিমদের পরিবারের সম্মতির বিষয়টি অগ্রাধিকার দিতে হবে।

এছাড়াও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐক্যমত্য কমিশনের মূল প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে গাজী আতাউর রহমান বলেন ভৌগোলিক অবস্থান অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ গঠন করার বিষয়ে আমরা একমত। এক্ষেত্রে প্রথমে চার বিভাগ এবং পর্যায়ক্রমে ৮ বিভাগেই গঠন করা যেতে পারে। কেউ কেউ বলছেন সার্কিট বেঞ্চ, তবে আমরা বলবো মূল বেঞ্চ গঠন করতে হবে।

আজ ঐক্যমত্য কমিশনের সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে আরো অংশ নেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

শেয়ার করুন

অন্যান্য জাতীয় কর্মসূচি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন