“একাত্তরের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞা” উপপাদ্যকে সামনে রেখে বিজয়ের আনন্দ ও স্বাধীনতাকে অর্থবহ করার প্রতিজ্ঞায় দেশব্যাপী ৫৫ তম বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশের প্রতিটি জেলা, থানা ও উপজেলা শহরে বিজয়র্যালি ও শোভাযাত্রা আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা-সন্মান ও কৃতজ্ঞা জানানো হয়।
দেশের তিনশত আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীগণ নিজ নিজ আসনে বিজয় দিবসের আয়োজনে নেতৃত্ব দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যে লক্ষকে সামনে রেখে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো তা বিগত ৫৫ বছরে অর্জিত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে মহান লক্ষকে সামনে রেখে মুক্তিযোদ্ধাগণ জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন তা বিগত ৫৫ বছরের কোন সরকারই নিশ্চিত করতে পারে নাই। অধিকন্তু বিগত পনের বছরে মানুষের ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছিলো; যে ভোটাধিকার হরণ ছিলো মুক্তিযুদ্ধ শুরুর প্রধান কারণ। ফলে প্রতিকী স্বাধীনতা অর্জিত হলেও প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই।
২০২৪ এর জুলাই এর গণঅভ্যুত্থানে স্বাধীনতাকে অর্থবহ করার নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।



