৫৫/বি (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০

ফোন : ০২-৯৫৬৭১৩০, ফ্যাক্স : ০২-৭১৬১০৮০

পাঞ্জাবী-পায়জামা পড়ে ক্লাস নেয়ার অপরাধে শিক্ষকের চাকুরীচ্যুত

  • হোম
  • বিবৃতি
  • পাঞ্জাবী-পায়জামা পড়ে ক্লাস নেয়ার অপরাধে শিক্ষকের চাকুরীচ্যুত

পাঞ্জাবী-পায়জামা পড়ে ক্লাস নেয়ার অপরাধে শিক্ষকের চাকুরীচ্যুত ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর চক্রান্ত

– ইসলামী আন্দোলন বাংলাদেশ

সুন্নতী পোশাক তথা পাঞ্জাবী-পায়জামা পড়ে ক্লাস নেয়ার অপরাধে দুই শিক্ষকের চাকুরীচ্যুত ইসলাম ও মুসলিম উম্মাহর বিরদ্ধে গভীর চক্রান্ত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দুই শিক্ষক পাঞ্জাবী-পায়জামা পড়ে ক্লাস নেয়ার অপরাধে তাদের চাকুরীচ্যুত করা কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের শামিল। ৯২ ভাগ মুসলমানের দেশে এবং আধ্যাত্মিক শহর হযরত শাহজালাল ইয়ামেনী রহ.-এর পূণ্যভূমি সিলেটে এধরণের একটি সিদ্ধান্ত কোনক্রমেই মেনে নেয়া যায় না।

তারা বলেন, গৌর গোবিন্দের প্রেতাত্তারা বসে নেই। তারা একের পর এক ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। অবিলম্বে এধরণের সিদ্ধান্ত বাতিল করে উক্ত দুই শিক্ষককে পুনর্বহাল করতে হবে। অন্যথায় হযরত শাহজালাল রহ.-এর অনুসারীরা নিরবে বসে থাকবে না।

শেয়ার করুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on facebook

অন্যান্য বিবৃতি, যৌথ বিবৃতি

Scroll to Top

সদস্য ফরম

নিচের ফরমটি পূরণ করে প্রাথমিক সদস্য হোন

small_c_popup.png

প্রশ্ন করার জন্য নিচের ফরমটি পূরণ করে পাঠিয়ে দিন